মা- বাবা আর তিন কন্যার ব্যান্ড

স্ত্রী আর তিন কন্যাকে নিয়ে ব্যান্ড গড়েছেন সাইফ শরীফ। নাম ‘এসেইস’। গত শুক্রবার এসেছে ব্যান্ডটির নতুন গান ‘অদ্ভুতুড়ে সুখ’। পারিবারিক ব্যান্ডটি সম্পর্কে আরও জানতে তাঁদের ডেরায় হাজির হয়েছিলেন নাজমুল হক

Prothom Alo

11/25/20241 min read

ছিলেন বইপোকা। ক্লাস নাইনে ওঠার পর গানেও আগ্রহ তৈরি হয়। বিদেশ থেকে বাবার এনে দেওয়া কি-বোর্ড সে আগ্রহ আরও বাড়িয়ে দেয়। আর বুয়েটে পড়ার সময় তো পাশ্চাত্য সংগীতেই বুঁদ হয়ে থাকতেন সাইফ শরীফ। বন্ধুদের নিয়ে গড়ে তোলেন ব্যান্ড। কিন্তু উচ্চশিক্ষার জন্য একে একে সবাই যখন বিদেশে উড়াল দিল, ব্যান্ড কী আর তখন টেকে। নিজে যখন বিদেশ পড়তে গেলেন সাইফ, তখনো ব্যান্ডের পোকা ছেড়ে যায়নি। রাজধানীর খিলক্ষেতে স্টুডিওতে বসে সংগীতজীবনের শুরুর দিকের গল্প বলছিলেন সাইফ।