তিন কন্যাকে নিয়ে রাকিয়া-সাইফ দম্পতি গড়ে তুলেছেন মিউজিক ব্যান্ড এসেইস

Rakia and Saif have different professions but they are obsessed about music

SBS Bangla

বুয়েটে পড়ার সময়েই বন্ধুদের নিয়ে ব্যান্ড গড়েছিলেন সাইফ, সময়ের বিবর্তনে সেটি পরে আর ধরে রাখা যায়নি। এরপর থেকেই তিনি একটি পারিবারিক ব্যান্ডের স্বপ্ন দেখতে শুরু করেন স্ত্রী রাকিয়াকে নিয়ে। তিন কন্যা বড় হতে হতে তারাও যুক্ত হয়ে যায় সেই স্বপ্নের সারথি হয়ে, গড়ে তোলেন ব্যান্ড এসেইস।

তিন কন্যা ও মা-বাবার ব্যান্ড এসেইস। একসময় অস্ট্রেলিয়ায় থাকা রাকিয়া এবং সাইফ দম্পতির পেশা ভিন্ন হলেও তারা গানের পাগল। রাকিয়া এবং সাইফ কথা বলেছেন এসবিএস বাংলার সাথে, শেয়ার করেছেন ব্যান্ড নিয়ে তাদের ভাবনাগুলো।

মিঃ সাইফ বলেন, ছোটবেলা থেকেই তাদের দুজনেরই ভারতীয় শাস্ত্রীয় সংগীতে হাতেখড়ি হয়েছে।

"আমি বুয়েটে পড়ার সময়ে পাশ্চাত্য সংগীতে ঝুঁকে পড়ি এবং বন্ধুদের নিয়ে ব্যান্ড গড়ে তুলি। কিন্তু বুয়েট থেকে বেরিয়ে আমাদের সদস্যরা জীবিকার প্রয়োজনে বিচ্ছিন্ন হয়ে গেলাম।...তখন ভাবতাম এমন কি করা যায় না, কখনো আমাদের ব্যান্ড ভাঙবে না"

আর এভাবেই নিজ পরিবারের সদস্যদের নিয়ে গড়ে উঠলো তাদের ব্যান্ড এসেইস।