ফেব্রুয়ারিতে আসছে এসেইস ব্যান্ডের প্রথম অ্যালবাম

ফেব্রুয়ারিতে আসছে এসেইস ব্যান্ডের প্রথম অ্যালবাম

Kalbela

বাংলাদেশি ব্যান্ড এসেইস। পারিবারিক সদস্যদের নিয়ে গঠিত এই দলটি রক ঘরানার গান গেয়ে পরিচিতি লাভ করেছে।

নিজেদের প্রথম মৌলিক গানের অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে এসেইস। ফেব্রুয়ারি থেকে বাজারে মিলবে সেটি। অ্যালবামে রয়েছে ৭টি গান। সবকটিই রক ঘরানার। অ্যালবামের নাম ‘ছিল সবই এখানে’।

এসেইস-এর নিজস্ব স্টুডিওতে গানের রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং-এর কাজ হয়েছে।

অ্যালবামের ৬টি গানের কথা লিখেছেন রাকিয়া ইশরা; সুর করেছেন সাইফ শরীফ।

আরেকটির কথা লিখেছেন তাহরিম হাসান সিয়াম; সুর দিয়েছেন সারওয়া সাইফ। সবকটি

গানের গিটারে ছিলেন সারওয়া সাইফ ও আলিনা সাইফ। বেস গিটার ও কণ্ঠ দিয়েছেন ঈদ

সাইফ। কিবোর্ডে ছিলেন সাইফ শরীফ, ড্রামসে রাকিয়া ইশরা। ব্যান্ডের ম্যানেজার

এবাদউদ্দিন আহমেদ সবার কাছে এই নতুন অ্যালবামের জন্য শুভকামনা প্রত্যাশা করেছেন।